নারায়ণগঞ্জের রূপগঞ্জে তুচ্ছ কারণে ভুল করে প্রতিপক্ষ ভেবে এক ব্যবসায়ীর বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে উপজেলার ভোলাব ইউনিয়নের গুতুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, গুতুলিয়া গ্রামের পুরাতন কাপড়ের ব্যবসায়ী মো. সজিব সিএনজি দিয়ে কাপড় নিয়ে আড়াইহাজার থেকে নিজ বাড়ির দিকে আসছিলেন। পথিমধ্যে ছনপাড়া এলাকায় তুচ্ছ কারণে অজ্ঞাত এক অটোযাত্রীর সাথে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ওই অটোযাত্রীকে চড়-থাপ্পড়ও মারা হয়।
এ ঘটনার পর সজিব সিএনজি বোঝাই কাপড় নিয়ে বাড়িতে চলে আসেন। তবে সিএনজিটি রাখেন সজিবের বাড়ির প্রতিবেশী মজিবুরের বাড়ির সামনে। এদিকে অজ্ঞাত ওই অটোযাত্রী ২০/২৫ জনকে নিয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে গুতুলিয়া গ্রামে এসে মজিবুরের বাড়ির সামনে সিএনজিটি দেখতে পান। মজিবুরের বাড়িকে সজিবের বাড়ি মনে করে তারা মজিবুর ও তার আরও দুই ভাইয়ের ঘরে ভাঙচুর ও লুটপাট চালান বলে অভিযোগ উঠেছে।
এ ব্যাপারে ভোলাবো তদন্ত কেন্দ্রের অফিসার্স ইনচার্জ আব্দুস সামাদ বলেন, রাতে ঘটনাটি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/এমআই