বুদ্ধি প্রতিবন্ধী ১৬ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে নেত্রকোনায় মানবসেবক বৃক্ষপ্রেমী হিসেবে পরিচিত কবিরাজ আব্দুল হামিদ (৬৭) কে আটক করেছে পুলিশ।
আজ সোমবার (১৭ মার্চ) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নেত্রকোনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী খান পাঠান।
তিনি জানান, মডেল থানার পুলিশ সুনিদৃষ্ট অভিযোগের প্রেক্ষিতে পৌর শহরের নেওয়াজনগর এলাকার একটি ভাড়াটিয়া বাসা থেকে তাকে আটক করা হয়। এর আগে ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ ( সংশোধনী/২০২০) এর ৯(১) ধারায় রবিবার গভীর রাতে নেত্রকোনা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত মো. আব্দুল হামিদ জেলার কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের রামপুর গ্রামের মৃত সিরাজ আলী মুন্সীর ছেলে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানিয়েছে, নেত্রকোনা পৌর শহরের খতিবনগুয়া এলাকার ১৬ বছরের এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে কবিরাজি চিকিৎসার কথা বলে নানা প্রলোভন দেখিয়ে গত ১০ মার্চ জয়নগর সদর হাসপাতালে যাওয়ার সময় রাস্তার মোড়ে নবাবী হোটেল এন্ড রেস্টুরেন্টের ডান পাশে থাকা জজ মিয়ার দোকানের পেছনে পরিত্যক্ত একটি ঘরে নিয়ে যায়। সেখানে এর আগেও কয়েকবার ধর্ষণের ঘটনা ঘটায়। সাম্প্রতিক ঘটনা ভিকটিম তার মাকে ইশারায় জানালে তিনি এ মামলা করেন। বিভিন্ন সময়ে কবিরাজি চিকিৎসার কথা বলে এমন ঘটনা কয়েকবার ঘটানোর পরে মা নিরুপায় হয়ে থানায় মামলা দায়ের করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ শেষে ০৫ (পাঁচ) দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
বিডি প্রতিদিন/জামশেদ