মাগুরায় আট বছর বয়সী শিশু ধর্ষণের ঘটনায় দোষীদের ফাঁসির দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দিয়েছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে ছাত্রদের একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরের সামনে গিয়ে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। এখানে সাধারণ মানুষও ছাত্রদের সাথে অবস্থান নেন।
এ সময় মাগুরার সর্বস্তরের ছাত্র-জনগণের পক্ষে প্রশাসনের কাছে ৭ দফা দাবি তুলে ধরেন তারা। ৭ দফায় তারা উল্লেখ করে বলেন, অবিলম্বে শিশু ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলার তদন্ত এবং বিচার করতে হবে। দোষীদের জনসন্মুখে বিচার কার্যকর করতে হবে। ধর্ষকদের সম্পত্তি বাজেয়াপ্ত করে সরকারি আইন প্রণয়ন করে অবিলম্বে ধর্ষিতাকে প্রদান করতে হবে।
সমাবেশ শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়ে স্মারকলিপি প্রদান কর হয়।
বিডি প্রতিদিন/মুসা