ফরিদপুরে পালন করা হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। এ উপলক্ষে সোমবার সকালে স্থানীয় এসডিসি মিলনায়তনে এক সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন বেসরকারি উন্নয়ন সংস্থা বেনিফিসিয়ারিজ ফ্রেন্ডশিপ ফোরাম বিএফএফ’র নির্বাহী পরিচালক আ ন ম ফজলুল হাদী সাব্বির।
অধ্যাপক এম এ সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাসউদা হোসেন। সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এসডিসির পরিচালক কাজী আশরাফুল হাসান, এফডিএ’র উপদেষ্টা আজহারুল ইসলাম, একেকে’র নির্বাহী পরিচালক এম এ জলিল, পিডাব্লিউ ও এর নির্বাহী পরিচালক হাফিজুর রহমান, রাসিন’র নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা, ব্লাস্টের জেলা সমন্বয়কারী শিপ্রা গোস্বামী, চরমাধবদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তুহিনুর রহমান মন্ডল, অম্বিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম প্রমুখ।
বেসরকারি উন্নয়ন সংস্থা বেনিফিসিয়ারিজ ফ্রেন্ডশিপ ফোরাম বিএফএফ’র আয়োজনে এবং এএলআরডি, ঢাকার সহযোগিতায় সেমিনারে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধি, এনজিও প্রধানরা ও সাংবাদিকসহ গ্রামীণ নারীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই