নেত্রকোনার খালিয়াজুরীতে গ্রামবাসী ও পলো বাইচদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক আহত হয়েছে। আহতদের বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
শনিবার সকাল থেকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ৩৫ থেকে ৪০ জনকে আটক করেছে খালিয়াজুরী থানার পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরেই খালিয়াজুরী উপজেলার বিভিন্ন জলমহালে পলো বাইচের নামে হাজার হাজার মানুষ মাছ লুট করছে বলে অভিযোগ উঠেছে। এ ধারাবাহিকতায় শনিবার সকালেও বিভিন্ন এলাকা থেকে অটোরিকশাসহ নানা বাহনে হাজার হাজার মানুষ খালিয়াজুরী হাওরের বিভিন্ন জলমহালে যায়। এসময় খালিয়াজুরী রসুলপুর ঘাটে নৌকা দিয়ে পার হতে গেলে নৌকা চালক পার করতে রাজি হননি।
ফলে নৌকা চালকদের সাথে বিরোধে জড়ায় মাছ ধরতে আসা ব্যক্তিরা। পরে ধীরে ধীরে বিষয়টি নিয়ে গ্রামবাসীর মাঝে ক্ষোভের সৃষ্টি হলে পলো বাইচদের সঙ্গে গ্রামবাসী বিরোধে জড়ায়। একপর্যায়ে তাদের অটোরিকশায় আগুন ধরিয়ে দেয়। পরে তারা সংঘর্ষে জড়িয়ে গেলে প্রায় অর্ধশতাধিক মানুষ আহত হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ নিতে অনেককে আটক শুরু করে।
এদিকে, রসুলপুর গ্রামের পরশ আলী (৬০), রুবেল (৩০), স্বপনসহ (২৪) গুরুতর আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে পরশ আলীকে কিশোরগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে।
খালিয়াজুরী থানার ওসি মগবুল হোসেন জানান, কতজন আহত, বলা যাবে না। কেউ লাঠির আঘাত, কিলঘুষি-এভাবে অনেকে আহত হয়েছেন। গুনে বলা যাবে না। বিভিন্ন জায়গায় নিয়ে গেছে। তাই কোন হাসপাতালে কতজন, তা বলা যাচ্ছে না। তবে ঘটনাস্থল থেকে ৩৫ থেকে ৪০ জনকে আটক করেছি। আরও আটক হবে। মাছ ধরতে বিভিন্ন জলমহালে নেমে গিয়েছিল হাজার খানেক মানুষ। পরে তারা গ্রামের মানুষের সাথে বিরোধে জড়ালে এ সংঘর্ষ হয়।
বিডি প্রতিদিন/এমআই