বাগেরহাটে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (৮ মার্চ) সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে সচেতন নাগরিক কমিটি-সনাকের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কয়েকটি বেসরকারি উন্নয়ন সংস্থা অংশ নেয়।
মানববন্ধন শেষে বাগেরহাট প্রেসক্লাবের সম্মেলন কক্ষে বাগেরহাট সনাকের বাগেরহাটের সভাপতি এ্যাড. মো. শাহ আলম টুকুর সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ।
এ সময় শিক্ষাবিদ অধ্যাপক আব্দুর রব চৌধুরি, বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সদস্য সচিব এ্যাড. মোশাররফ হোসেন মন্টু, বাগেরহাটের সরকারি কৌশলী (পিপি) এ্যাড. মাহবুব মোরশেদ লালন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান, প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ আহসানুল করিম, বাবুল সরদারসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
বক্তারা নারীর প্রতি সকল ধরণের সহিংসতা প্রতিরোধ ও নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিত করার দাবি জানান।
এছাড়া জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক নারী দিবসটি উপলক্ষে বাগেরহাট জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। একই সাথে বাগেরহাটে কর্মরত বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে দিবসটি উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
বিডি প্রতিদিন/জামশেদ