পরিবেশবান্ধব ইটভাটা ছাড়া সকল ধরনের ইটভাটা বন্ধের প্রতিবাদে মাগুরায় জিগজাগ ইটভাটা মালিক-শ্রমিকরা মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে সদর উপজেলা পরিষদের সামনে মানববন্ধন শেষে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
এ সময় ইটভাটা মালিক শ্রমিকরা স্মারকলিপিতে জানান, সরকার নির্দেশিত আধুনিক প্রযুক্তির জিগজাগ ইটভাটা স্থাপন করি। যা জ্বালানি সাশ্রয়ী, পরিবেশবান্ধব, উপমহাদেশে টেকসই ও সহজ প্রযুক্তি হিসেবে পরিচিত। এই প্রযুক্তির ফলে ইটভাটাসমূহ থেকে মাত্র ৫ থেকে ১০ শতাংশ বায়ু দূষণ করছে।
বিদ্যমান জিগজাগ ইট ভাটায় আরও অধিকতর উন্নত প্রযুক্তি ব্যবহার করে পরিবেশ দূষণ কমিয়ে আনা সম্ভব হবে। বর্তমানে এই শিল্পের সাথে ৫০ লাখ মালিক শ্রমিক পরিবার জড়িত। ইটভাটা বন্ধ করে দিলে তাদের রোজগার বন্ধ হয়ে যাবে। এ ছাড়া প্রতিবছর ইটভাটা মালিকরা কয়েক হাজার কোটি টাকার রাজস্ব দিয়ে থাকেন।
এ সময় তারা জানান, ড্রাম চিমনি, ফিক্সড চিমনি এবং লাকড়ি দিয়ে পোড়ানো ইটভাটা সম্পূর্ণ বন্ধে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টার সাথে একমত।
বিডি প্রতিদিন/এমআই