মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার উত্তর বেতকা গ্রামে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো, স্বামী শহীদুল ইসলাম বিন্দু (৩৭) ও স্ত্রী রিনা বেগম (৩৪)। সোমবার দিবাগত রাত ১ টার দিকে জেলার টঙ্গীবাড়ী উপজেলার উত্তর বেতকা গ্রামে অভিযান চালিয়ে ৯৯ পিস ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়।
টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উত্তর বেতকা গ্রামে শহীদুলের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় তার বসতঘরে তল্লাসি করলে প্লাস্টিক র্যাকের নীচে ওই ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
বিডি প্রতিদিন/জামশেদ