চাঁদপুরে জাটকা ইলিশ রক্ষা অভিযান ২০২৫ উপলক্ষে ‘জাটকা মাছ রক্ষা পেলে, বারো মাস ইলিশ মেলে’ এই স্লোগানকে সামনে রেখে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
২০২৪-২৫ অর্থবছরে ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা (১ম সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের আওতায় চাঁদপুর জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
আজ রবিবার (২ মার্চ) সকালে বড় স্টেশন মোলহেড এলাকায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম, নৌ-পুলিশ অঞ্চলের এসপি সৈয়দ মোশফিকুর রহমান, মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আমিরুল ইসলাম, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত ও কোস্টগার্ড স্টেশন কমান্ডার সাব লেফটেন্যান্ট মোঃ ফজলুল হক।
সভায় সভাপতিত্ব করেন, জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান।
সভায় বক্তারা ২৫ সেন্টিমিটারের ছোট ইলিশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন এবং মার্চ-এপ্রিল দুই মাস জাটকা সংরক্ষণ কার্যক্রম সফল করতে সকলকে সহযোগিতার আহ্বান জানান।
নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান বলেন, ‘সরকারি নির্দেশনা অনুযায়ী নৌ-পুলিশ চাঁদপুর মৎস্য অভয়াশ্রম রক্ষায় কঠোর অবস্থানে থাকবে। চাঁদপুর অঞ্চলে ১২টি থানা ও ফাঁড়ি থেকে দুই শতাধিক অফিসার ও ফোর্স ২৬টি নৌ টহল টিমের মাধ্যমে ২৪ ঘণ্টা পদ্মা ও মেঘনা নদীতে দায়িত্ব পালন করবে। এ সময়ের মধ্যে কোন জেলে যেন অভয়াশ্রম এলাকায় মাছ ধরতে না নামে, তা নিশ্চিত করতে কঠোর নজরদারি থাকবে। আইন অমান্য করে কেউ মাছ ধরলে এবং পুলিশের ওপর হামলা বা বাধা সৃষ্টি করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এদিকে, গতকাল শনিবার (১ মার্চ) ও আজ রবিবার আইন অমান্য করে মৎস্য শিকারের কারণে দুটি মামলায় ৪ জনকে গ্রেফতার হয়েছে ।
অনুষ্ঠানে বিভিন্ন মৎস্যজীবী সংগঠনের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে জেলা প্রশাসন, নৌপুলিশ, কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা ও সদস্যবৃন্দ একসঙ্গে মেঘনা নদীর বুকে নৌ র্যালিতে অংশ নেন।
বিডি প্রতিদিন/জামশেদ