পাবনার সাঁথিয়া উপজেলায় মধ্যরাতে সড়কে গাছ ফেলে ডাকাতির ঘটনা ঘটেছে।
শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে পাবনা-সাঁথিয়া সড়কের ছেচানিয়া ব্রিজের পাশে তলট নামক স্থানে এ ঘটনা ঘটে।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
সাঁথিয়া থানার ওসি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে সাঁথিয়া থানাধীন করমজা ইউনিয়নস্থ তলট বাজারের ৫০০ গজ পশ্চিমে সাঁথিয়া টু বেড়া পাকা রাস্তার উপর গাছ কেটে ফেলে রাস্তা বন্ধ করে ডাকাতির ঘটনা ঘটে।
এ সময় অজ্ঞাতনামা ডাকাতরা একটি হাইসে থাকা পাঁচ জন যাত্রী-প্রবাসী মো. শরিফুল ইসলাম (৩৬), প্রবাসী মো. উজ্জল হোসেন (৩৮) এবং এদের সঙ্গে থাকা আত্মীয়-স্বজন, শাহীন (৩৬), মো. বিদ্যুৎ (৩৯) ও মো. সুমন আলীকে (৪০) দেশীয় ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে তাদের কাছ থেকে ৯০ গ্রাম স্বর্ণ (৭ ভরি ১৪ আনা), একটি ল্যাপটপ ও আইপ্যাড, ছোট ল্যাগেজ একটি, ডায়মন্ড ও নাকফুল, ৫০২ দিনার এবং নগদ ৫০ হাজার টাকাসহ আনুমানিক ১৫ লক্ষাধিক টাকা লুট করে নেয়।
এছাড়াও অজ্ঞাতনামা একজন সিএনজি চালকের নিকট থেকে একটি মোবাইল ফোন এবং মোটরসাইকেল চালক মো. ইমরান কাছ থেকে একটি মোবাইল ফোন ৭-৮ জনের একটি ডাকাত দলের সদস্যরা ছিনিয়ে নিয়ে ঘটনাস্থল থেকে দ্রুত চলে যায়।
এ বিষয়ে স্থানীয় সমাজসেবক আরিফুল ইসলাম জানান, ঘটনা শুনেছি, বিস্তারিত জানি না। তবে ওই রাস্তাটি খুব বেশি ব্যস্ত না হলেও বেড়া-বাঘাবাড়ি হয়ে ঢাকায় যাবার জন্য বেশকিছু গাড়ি ওই রাস্তা দিয়ে যায়। এটি ডাকাতরা জেনেই গাছ ফেলে ডাকাতি করেছে। তবে আধাঘণ্টা বা এক ঘণ্টায় ৪০টি গাড়ি চলাচলের বিষয়টি নিশ্চিত না আমি নিজে।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ পাঠানো হয়। কয়েকটি গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
ঘণ্টাব্যাপী ডাকাতি হলো আপনারা কোনো খবর পেলেন না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা নিশ্চিত হয়েছি তিনটি গাড়িতে ডাকাতি হয়েছে, কেউ বেশি লিখলে তো হবে না ভাই। আমাদের টহল পুলিশ নিয়মিত টহলরত অবস্থায় থাকে, এত সময় নিয়ে ডাকাতদের ডাকাতি করার সময় কই।
বিডি-প্রতিদিন/বাজিত