খাগড়াছড়িতে সম্প্রীতির বন্ধনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার পরে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ মাঠে এ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন কর্তৃক পরিচালিত খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ ও নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাইস্কুলের যৌথ আয়োজনে এ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) অনুপ কুমার চাকমা। এছাড়াও অনুষ্ঠানে খাগড়াছড়ি সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান, ডেট কমান্ডার (ডিজিএফাই) সহ সামরিক-বেসামরিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএম