‘শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা’—এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে ঠাকুরগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৫তম জেলা সমাবেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়াম হলরুমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশের আয়োজন করা হয়। জেলা আনসার ভিডিপি কার্যালয়ে প্রধান অতিথিকে গার্ড অব অনার প্রদানের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। প্রধান অতিথি বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়ানোর মধ্য দিয়ে জেলা সমাবেশের উদ্বোধন করেন। ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইসরাত ফারজানার সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জের কমান্ডার আব্দুস সামাদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও পুলিশ সুপার (পিপিএম) শেখ জাহিদুল ইসলাম, ঠাকুরগাঁও আনসার ব্যাটালিয়নের পরিচালক আব্দুল্লাহ আল হাদী, ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা. নুর নেওয়াজ আহমেদ। এছাড়াও ব্যাটালিয়ন আনসার, অঙ্গীভূত আনসার, ইউনিয়ন দলনেতা, দলনেত্রী এবং অন্যান্য পদবীর ভিডিপি সদস্যরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
সমাবেশের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঠাকুরগাঁও জেলা কমান্ড্যান্ট সাইফুদ্দিন।
প্রধান অতিথি হিসেবে ঠাকুরগাঁও জেলা আনসার ও প্রতিরক্ষা বাহিনীর উদ্দেশ্যে রংপুর রেঞ্জের কমান্ডার আব্দুস সামাদ বলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এদেশের একটি ঐতিহ্যবাহী বাহিনী। আমরা এদেশের মাটি ও মানুষের বাহিনী। আমরা শুধু এদেশের ভেতরে নয়, সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় একটি আইন-শৃঙ্খলা বাহিনী। ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা আন্দোলনের সময়ও আমাদের ভূমিকা ছিল অপরিসীম।
তিনি আরও বলেন, আমরা মূলত তিনটি পরিমণ্ডলে কাজ করি—দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা করা এবং দেশের আত্মসামাজিক উন্নয়ন সাধন করা।
অনুষ্ঠান শেষে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইসরাত ফারজানা ও রংপুর রেঞ্জের কমান্ডার আব্দুস সামাদ, বিভিন্ন ব্যাটালিয়ন আনসার, অঙ্গীভূত আনসার, ইউনিয়ন দলনেতা ও দলনেত্রীর মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ করেন।
বিডিপ্রতিদিন/কবিরুল