খাগড়াছড়িতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে আজ মঙ্গলবার সকালে টাউন হলে জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল শরিফ মো. আমান হাসান, এসপিপি, এনডিসি, পিএসসি, রিজিয়ন কমান্ডার খাগড়াছড়ি রিজিয়ন।
প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ড. মো. সাইফুর রহমান বিভিএম (বার), পিএএমএস, উপ- মহাপরিচালক, পার্বত্য রেঞ্জ চট্টগ্রাম।
সমাবেশে প্রধান অতিথি বলেন, দেশের যে কোনো সংকটকালে আনসার বাহিনী স্ব স্ব অবস্থান থেকে কাজ করেছে। বাহিনীর সদস্যরা নানা আত্মত্যাগ করে এ দেশকে সম্মানিত করেছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার কাজ করছে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর থানায় থানায় দায়িত্ব পালন করেছে আনসার সদস্যরা। সরকারি দপ্তরে নিরাপত্তার কাজ করেছে। দেশের সব সংকটকালে দায়িত্ব পালন করে আনসার বাহিনী তার সব সক্ষমতা সমুন্নত রেখেছে। তাই এ বিভাগের সব সদস্যকে সততা, দক্ষতা আর নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার এ সমাবেশে সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য রাখেন জেলা কমান্ডেন্ট আরিফুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কর্নেল মো. আব্দুল মোত্তাকিম, এসপিপি, পিএসসি, জি, সেক্টর কমান্ডার, বর্ডার গার্ড বাংলাদেশ, খাগড়াছড়ি এবং পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল।
সমাবেশ শেষে আনসার ভিডিপি সদস্যদের কর্মদক্ষতার ওপর ভিত্তি করে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে এ দিবসের উদ্বোধন করেন প্রধান অতিথি।
বিডি প্রতিদিন/জামশেদ