‘ভোট দিয়ে টাকা না, টাকা নিয়ে ভোট না’ স্লোগানে নোয়াখালীতে নির্বাচনে কালো টাকার ছড়াছড়ি রোধে জনসচেতনতামূলক প্রচারণা শুরু করেছে বাংলাদেশ জনঅধিকার পার্টি।
আজ শনিবার দুপুরে নোয়াখালীর চাটখিলে দলটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক এ প্রচারণা চালান।
এ সময় নির্বাচন ইস্যুতে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে উল্লেখ করে তিনি বলেন, ‘নির্বাচনের জন্য অনেক দাবি আসছে, এটা আসতেই পারে। আমরা এটার বিরোধিতা করি না।
ব্যারিস্টার ওমর ফারুক বলেন, ‘গণঅভ্যুত্থানে যাদের হত্যা করা হয়েছে, অনেকেই আহত হয়েছেন, আমাদের প্রথম দাবি হবে এগুলোর বিচার করা। বড় রাজনৈতিক দলগুলো যদি এ দাবি না করে, তাহলে শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে। তাই গণঅভ্যুত্থানে শহীদদের বিচারের আগে কোনো নির্বাচন হলে জনগণ তা মেনে নেবে না।’
নোয়াখালীর চাটখিল উপজেলার বিভিন্ন বাজার ও জনগুরুত্বপূর্ণ স্থানে দুদিন ধরে জনসচেতনতামূলক প্রচারণা চালাচ্ছেন দলটির এই নেতা। এসময় দলটির স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/জামশেদ