‘শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা’-এই শ্লোগানে বগুড়ায় দিনব্যাপি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে শহরের মালতিনগর আনসার ও ভিডিপি কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বগুড়া জেলা কমান্ড্যান্ট মো. সাদ্দাম হোসে সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রাজশাহী রেঞ্জের রেঞ্জ কমান্ডার আশীষ কুমার ভট্টাচার্য।
সমাবেশে আরও বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত জেলা অ্যাডজুট্যান্ট বীর মুক্তিযোদ্ধা মোঃ মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তফা মঞ্জুর, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. মো. আনিসুর রহমান, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রাজশাহী রেঞ্জ এর পরিচালক ড. লুৎফর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও আনসার ব্যাটালিয়নের সিনিয়র সহকারী পরিচালক মো. জুয়েল রানা, বগুড়া জেলার বিভিন্ন দপ্তরের জেলা কর্মকর্তাগণ, অবসরপ্রাপ্ত আনসার ও ভিডিপি কর্মকর্তাগণ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সোনাতলা উপজেলার উপজেলা প্রশিক্ষক মো. নাসিমুল ফেরদৌস ও শিবগঞ্জ উপজেলার প্রশিক্ষিকা ইসরাত জাহান। সমাবেশ শেষে ভাল কাজের স্বীকৃতিস্বরুপ ৭৮ জন আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে বাইসাইকেল, সেলাই মেশিনসহ বিভিন্ন পুরস্কার বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/জামশেদ