হযরত শাহ্সুফী মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী (ম.জি.আ.)’র ৫৮তম খোশরোজ শরীফ উপলক্ষে গরিব ও দুস্থদের জন্য ফ্রী চিকিৎসাসেবা ক্যাম্পের আয়োজন করা হয়।
শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আন্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া ও হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্টের উদ্যোগে এই ফ্রি চিকিৎসা দেওয়া হয়।
ক্যাম্পে মেডিসিন, নাক, কান, গলা, স্ত্রী ও প্রসূতি, ডায়াবেটিস, চক্ষু, মইনীয়া সাইফিয়া ব্লাড ব্যাংকের উদ্যোগে ব্লাড গ্রুপ নির্ণয়সহ নানা ধরনের সহস্রাধিক রোগীদের চিকিৎসাসেবা দেন অভিজ্ঞ চিকিৎসকবৃন্দ।
এ মহতী অনুষ্ঠান উদ্বোধন করেন মাইজভাণ্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন রাহবারে শরীয়ত ও ত্বরীক্বত শাহ্সূফী মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী (মা.জি.আ.)।
তিনি বলেন, বিত্তবানদের অসহায় বিপন্ন মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। সমাজসেবা ও জনকল্যাণে আত্মোৎসর্গীত হওয়াই ওলী বুজুর্গ সাধক মনীষীদের জীবনদর্শন ও শিক্ষা। শাহ্সুফী মাওলানা সৈয়দ মইনুদ্দীন আহমদ আল্-হাসানী (ক.)সহ মাইজভাণ্ডারী মহাত্মাগণের শিক্ষাই হচ্ছে মানুষের কল্যাণে আত্মনিবেদিত থাকা।
এদিন ফ্রি চিকিৎসাসেবায় ডাক্তারদের ছিলেন প্রসূতি ও স্ত্রী রোগ অভিজ্ঞ ডা. আন্জুমান আরা সবুর, ডা. পূজা নন্দী, ডা. মতিউর রহমান, ডা. মেহরাজ হোসেন, ওরাল এন্ড ডেন্টাল সার্জন, ডা. মো. শাহিনুর রহমান, চক্ষুরোগ বিশেষজ্ঞ ডা. শিপন মিয়া ও ডা. নুরুল আনোয়ার হিরন প্রমুখ।