রাঙামাটির বিলাইছড়িতে আবদুর শুক্কুর নামে এক জেলে হত্যা মামলায় গতকাল জমর কান্তি চাকমা (২৫) নামে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এদিকে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ছুফি মিয়া হত্যা মামলায় আনকার উদ্দিন নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
তাঁর নাম । গতকাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর বিশেষ জজ সৈয়দা মিনহাজ উম মুনীরা এ রায় ঘোষণা করেন। আদালতের পেশকার ফজলু মিয়া জানান, নবীগঞ্জের কসবা গ্রামের বাসিন্দা মৃত মজই উল্লার ছেলে আনকার উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, ২০০৯ সালের ৫ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কসবা গ্রামে রিফা বেগমের পরিবারের সঙ্গে প্রতিবেশীদের জমির সীমানা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ হয়। এ সময় আসামি আনকার উদ্দিনের আঘাতে রিফার বাবা ছুফি মিয়া গুরুতর আহত হন। পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।