খননের তিন বছর না যেতেই আবার ভরাট হচ্ছে জয়পুরহাটের চিরি নদী। প্রায় ২২ কিলোমিটার এ নদীর কোথাও কোথাও ছেয়ে গেছে কচুরিপানায়। কোনো কোনো স্থানে নেই পানি। খননের পর যে সুফল মিলছিল তা থেকে বঞ্চিত দুই পারের মানুষ। স্থানীয় বাসিন্দা ও নদী আন্দোলনের নেতারা মনে করছেন, অপরিকল্পিত খননে বালু-মাটি আবার নদীতে মিশে যাওয়া, বর্জ্য ফেলা ও ব্যবস্থাপনার অভাবে নদীর এ অবস্থা। নাব্য টিকিয়ে রাখতে প্রয়োজন যথাযথ রক্ষণাবেক্ষণ। স্থানীয় খনজনপুরের বাসিন্দা আবদুস সোবাহান বলেন, খননের আগে আমাদের বাড়ির কাছে চিরি নদীতে কিছু পানি থাকত সব সময়। প্রতিদিনের কাজে এ পানি ব্যবহার করতাম। কীভাবে নদী খনন করল, পানি থাকে না। নদী সংস্কার করে বরং আরও অসুবিধা হয়েছে। পানি পাচ্ছি না। আবার কচুরিপানায় ভরে গেছে। একই এলাকার আজাদ হোসেন বলেন, ছোট বেলায় নদীতে অনেক মাছ ধরা হতো। মনে হয়েছিল খননের পর নাব্য ফিরে আসবে। এখন তা দেখা যাচ্ছে না। বৃষ্টি হলেও বেশির ভাগ জায়গায় পানি থাকে না। পানি না থাকায় মাছ ধরা যায় না, গোসল করা যায় না। নদী আমাদের কোনো উপকারে আসছে না। কুঠিবাড়ী ব্রিজ এলাকার ফারুক হোসেন বলেন, কোটি কোটি টাকা খরচ করে নদী খনন করা হলো কিন্তু কোনো পানি নেই। তাহলে জনগণের কী লাভ হলো? আমরা তো কোনো সুবিধা পাচ্ছি না। বাংলাদেশ পরিবেশ আন্দোলনের জয়পুরহাট জেলা সমন্বয়ক লুৎফুল্লাহিল কবির আরমান বলেন, চিরি নদী খনন হয়েছে পুরোপুরি অপরিকল্পিতভাবে। খননের সময় মাটি-বালু নদীর পাড়ে রাখা হয়েছিল। পরে বৃষ্টির পানিতে ধুয়ে আবার নদীতে পড়ে নদী ভরাট হয়ে যাচ্ছে। ফলে সুফল পাচ্ছে না সাধারণ মানুষ। কোটি কোটি টাকা খরচ করে নদী খননে কোনো লাভই হয়নি। জেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী রিয়াদুল ইসলাম বলেন, ১২০ কোটি ৬৯ লাখ ৯৩ হাজার টাকা ব্যয়ে জয়পুরহাটে ১৩০ কিলোমিটার চারটি নদীর খনন কাজ করা হয়েছে। এ থেকে সাধারণ মানুষ উপকৃত হচ্ছে। বন্যার ঝুঁকি কমেছে। নদীগুলো বড় কোনো নদীর সঙ্গে সংযুক্ত না থাকায় পানি কম থাকে। চিরি নদী ভরাট বা কচুরিপানা জমেছে এ বিষয়ে আমাদের কেউ জানায়নি। বরাদ্দ পেলে কচুরিপানা সরানো বা রক্ষণাবেক্ষণে কাজ করা হবে।
শিরোনাম
- বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি
- লালমাটিয়া এলাকায় তীব্র পানির সংকট
- নতুন মামলায় গ্রেফতার নাসা গ্রুপের নজরুল ও দেশ টিভির আরিফ
- দলগুলোকে আলোচনা করে মতৈক্যে পৌঁছাতে বলল অন্তর্বর্তী সরকার
- ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ শ্রমিকদের, তীব্র যানজট
- আগামী বছরেই পাকিস্তানের নৌবাহিনীতে দেখা যাবে চীনের সাবমেরিন
- সংকটময় মুহূর্তে দেশ, কোনদিকে যাবে তা নির্ভর করছে নির্বাচনের ওপর : সিইসি
- মগবাজার রেল ক্রসিং এড়িয়ে চলার পরামর্শ
- জামায়াতের নির্বাচনী ক্যাম্পেইন ও ‘নোট অব ডিসেন্ট’ নিয়ে যা বললেন রুমিন ফারহানা
- রং সাইড দিয়ে আসা ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন বাস, নিহত বেড়ে ১৯
- মেট্রোরেলের নকশায় ভুল থাকতে পারে : ডিএমটিসিএল পরিচালক
- মলিকিউল ট্রেন্ড: তরুণদের মাঝে ছড়িয়ে পড়েছে ওজন কমানোর বিপজ্জনক এক বড়ি
- ভেনেজুয়েলায় মার্কিন সামরিক পদক্ষেপের পক্ষে নোবেলজয়ী মাচাদো
- সাবেক মুখ্যসচিব ড. কামাল সিদ্দিকীর ইন্তেকাল
- টানা ২২ দিন ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের অবস্থান কর্মসূচি
- আবারও ঢাকায় গান গাইতে আসছে ব্যান্ড ‘জাল’
- বিসিবির পরিচালক হিসেবে নিয়োগ পেলেন রুবাবা
- টেবিল টেনিসে ইরানি কোচ আনছে বাংলাদেশ
- পুরান ঢাকার মানুষদের শিকড়ের গল্প ‘মহল্লা'
- দীর্ঘদিনের দুই সতীর্থের অবসর নিয়ে যা বললেন মেসি
মিলছে না খননের সুফল
জয়পুরহাট - তিন বছরেই ভরাট চিরি নদী সুবিধাবঞ্চিত দুই পাড়ের মানুষ অপরিকল্পিত কাজ হয়েছে দাবি স্থানীয়দের
শামিম কাদির, জয়পুরহাট
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর