ঝিনাইদহে সরকারি কর্মকর্তাদের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন করা হয়েছে। গতকাল দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করে ফ্যাসিবাদবিরোধী ছাত্র ঐক্য। কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঝিনাইদহ জেলা শাখার সাবেক আহ্বায়ক আবু হুরাইরা, সদস্যসচিব সাইদুর রহমান, ইসলামী ছাত্রশিবির শহর শাখার সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, ইসলামী ছাত্র আন্দোলনের সহ-সভাপতি এম আবদুর রহমান, কেসি কলেজ শিবিরের সভাপতি মাহবুবুর রহমান প্রমুখ বক্তব্য দেন।