ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে বড়াই বিশ্বাস (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল সকালে উপজেলার বাবরা রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। বড়াই বিশ্বাস উপজেলার তিল্লা গ্রামের অধীর দাসের স্ত্রী। তিনি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে। স্থানীয়রা জানান, দুই বছর আগে স্বামী মারা যাওয়ার পর তিনি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। প্রায় সময় তিনি বাড়ি থেকে বিভিন্ন দিকে চলে যেতেন, আবার ফিরেও আসতেন।