ঢাকার সাভারে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সাবেক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় মিঠু বিশ্বাস (৪৪) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রাজধানীর তেজগাঁও থানার তেজকুনিপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মিঠু সাভারের কমলাপুর গোয়ালিও এলাকার বাসিন্দা। এর আগে গত বৃহস্পতিবার ভুক্তভোগী বাদী হয়ে মিঠুসহ তিনজনের বিরুদ্ধে সাভার থানায় মামলা করেন। মামলার অন্য আসামিরা হলেন সোহেল রোজারিও (৩৭) ও বিপ্লব রোজারিও (৪০)। সাভার মডেল থানার ওসি মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, ঘটনার পর থেকে মিঠু বিশ্বাস পলাতক ছিলেন। বাকিদের ধরতে একাধিক স্থানে অভিযান চলছে।