ঢাকার আশুলিয়ায় একটি বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে গতকাল বিক্ষোভ করেছেন শ্রমিকরা। এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়লে আশপাশের পাঁচটি তৈরি পোশাক কারখানা এক দিনের জন্য (গতকাল) সাধারণ ছুটি ঘোষণা করা হয়। গতকাল সকালে এ ঘটনা ঘটে।
শ্রমিকরা জানান, গত বৃহস্পতিবার জামগড়ার আইডিএস গ্রুপের ফ্যাশান ফোরাম গার্মেন্টস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে মালিকপক্ষ। আজ (রবিবার) সকালে ওই কারখানা খুলে দেওয়ার দাবিতে কারখানার সামনে বিক্ষোভ ও অবরোধ করেন শ্রমিকরা। এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে শ্রমিকরা পাশের উচ্চ ফ্যাশন, এফ এন এফ, টেরড ফ্যাশন ও প্রিটি গ্রুপে ইট পাটকেল ছোড়ে। তখন পাঁচ কারখানা গতকালের জন্য ছুটি ঘোষণা করা হয়। আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার আশ্বাস দিয়ে শ্রমিকদের শান্ত রাখা হয়েছে।