দিনাজপুরের ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ৩০০ মিটার নিষিদ্ধ চায়না দুয়ারি (রিং জাল) জব্দ করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় খয়েরবাড়ী বাজার সংলগ্ন ছোট যমুনা নদী থেকে এসব জাল জব্দ করা হয়। সেগুলো গতকাল উপজেলা চত্বরে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসাহাক আলী বলেন, নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকার করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।