চট্টগ্রামের সাতকানিয়ায় ৪৫ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার উপজেলার ডেমশা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং এলাকার ফেরদৌস, ইয়াসিন ও ছলিম উল্লাহ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রোর উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার জানান, উত্তর ডেমশা গ্রামের বটতলা লেভেলক্রসিংয়ের পাশে অভিযান চালানো হয়। এ সময় ৪৫ হাজার ইয়াবাসহ একটি নোহা মাইক্রোবাস, ১০ হাজার টাকা ও তিনটি মোবাইল ফোন জব্দ এবং তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা করে পুলিশে দেওয়া হয়েছে।