শ্রীমঙ্গলে তেল সরবরাহকারী কনডেনসেট পাইপলাইনে আগুনে দগ্ধ বাবা-ছেলের মৃত্যু হয়েছে। রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মারা যান তারা। মৃতরা হলেন- বশির মিয়া ও তার ছেলে রেদোয়ান মিয়া। তাদের বাড়ি শ্রীমঙ্গল উপজেলার ইলামপাড়া গ্রামে। স্থানীয় ভুনবীর ইউপির প্যানেল চেয়ারম্যান নিয়াজ ইকবাল মাসুক বলেন, তারা তিন দিন ধরে হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। শনিবার সকালে দুজন মারা গেছেন। ওই ঘটনায় আহত বশির মিয়ার স্ত্রী এখনো চিকিৎসাধীন আছেন।মঙ্গলবার রাতে উপজেলার শাসন উত্তর ইলাম গ্রামে তেল সরবরাহকারী পাইপলাইনে অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পাইপ থেকে বের হওয়া তেল স্থানীয় জৈতা ছড়ার পানিতে মিশে হাওরের দিকে যায়। তেলের তেজস্ক্রিয়তায় ছড়ার মাছ মরে ভেসে ওঠে। অনেকে ওই মাছ ধরতে যান। তখন পানির ওপর ভাসমান তেলে আগুন ধরে বশির মিয়া, তাঁর স্ত্রী পারভীন আক্তার ও ছেলে রেদোয়ান দগ্ধ হন। তেল সরবরাহকারী প্রতিষ্ঠান জানায়, তেল চুরির জন্য দুর্বৃত্তরা পাইপ ছিদ্র করায় এ অগ্নিকাণ্ড ঘটে।