গাইবান্ধার সাঘাটায় বিপুল পরিমাণ মাদক ও অবৈধ ওষুধসহ বাবা-ছেলেকে আটক করেছে সেনাবাহিনী। আটকরা হলেন উপজেলার উল্যাবাজার এলাকার হেলাল মিয়া (৫০) ও তার ছেলে শাওন মিয়া (২৮)। সেনাবাহিনী জানায়, সোমবার সন্ধ্যা থেকে গতকাল সকাল পর্যন্ত অভিযানে হেলাল মিয়ার দুটি মেডিসিন স্টোরে তল্লাশি চালানো হয়। প্রায় ৪ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ ওষুধ জব্দ করা হয়। ওসি বাদশা আলম বলেন, আটকদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।