সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গুরুত্বপূর্ণ ও ব্যস্ত কোচাশহর-ফাঁসিতলা সড়ক যানবাহন চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে। ফলে হাজার হাজার যাত্রীকে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয়রা জানান, গোবিন্দগঞ্জের কোচাশহর চারমাথা মোড় থেকে ফাঁসিতলা বাজার পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার সড়ক কয়েক বছর আগে সংস্কার করা হয়। এরপর ওই সড়কে আর কোনো উন্নয়ন হয়নি। ব্যস্ত এ সড়কে প্রতিদিন ট্রাক, সিএনজি, প্রাইভেট কার, নসিমন, ইজিবাইক, অটোরিকশাসহ অসংখ্য যানবাহন চলাচলের কারণে বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে খানাখন্দের সৃষ্টি হয়েছে। কয়েক দিনের টানা বৃষ্টিতে সড়কটির অবস্থা আরও শোচনীয় হয়ে পড়েছে। খানাখন্দে পড়ে যানবাহন উল্টে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। কোনো যানবাহন গর্তে আটকে দীর্ঘ যানজটেরও সৃষ্টি হয়ে থাকে। জনগুরুত্বপূর্ণ এ সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে। ঢাকা-রংপুর মহাসড়কের যানবাহন এ সড়ক দিয়ে মহিমাগঞ্জ হয়ে সাঘাটাসহ আশপাশের বিভিন্ন গন্তব্যে যাতায়াত করে। বগুড়া, দিনাজপুর ও রংপুরগামী যানবাহনও অনেক সময় এ সড়ক দিয়ে চলাচল করে। সরেজমিন দেখা গেছে, উপজেলার মহিমাগঞ্জে ভারী শিল্পকারখানা থাকায় এ সড়কে যানবাহনের চাপ বেশি। হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে চাঁদপাড়া বাজার পর্যন্ত সড়কটির অনেক জায়গা ভেঙেচুরে ছোটবড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়ে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বিশেষ করে ধর্মা কাজীপাড়া অংশে সড়কের অবস্থা খুবই নাজুক। স্থানীয়দের অভিযোগ, সড়কের এ বেহাল অবস্থার কারণে সেখানে যানবাহন চলাচলও কমছে। এতে প্রতিদিন স্কুল-কলেজগামী শিক্ষার্থী ছাড়াও সাধারণ মানুষ দুর্ভোগের শিকার হচ্ছে। স্থানীয় শাহাদুল ইসলাম, হাবিবুর রহমান বলেন, এ সড়ক আগে রংপুর চিনিকলের আওতায় ছিল। তখন তারা নিয়মিত সড়কের রক্ষণাবেক্ষণ করত। এখন সড়কটি বেহাল থাকায় প্রতিদিন দূরদূরান্ত থেকে আসা মানুষ বহু কষ্টে যাতায়াত করে। কোচশহর এলাকার হোসিয়ারি ব্যবসায়ী সাইদুর রহামান বলেন, সড়কটি ভেঙেচুরে যাওয়ায় মালামাল আনা-নেওয়া করতে বেশি টাকা ভাড়া গুনতে হচ্ছে। দূরের ব্যবসায়ীরাও এলাকায় কম আসছেন। এতে ব্যবসায় ঘাটতি হচ্ছে। সিএনজিচালক শফিকুল ইসলাম, অটোরিকশাচালক হাসান আলীসহ অনেকেই বলেন, ভাঙাচোরা এ সড়কে যেতেই চাকা গর্তে পড়ে যায়। অনেক সময় গাড়ি আটকে ও উল্টে যায়। তখন পড়তে হয় বিপাকে। কোচাশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল হক বলেন, ইতোমধ্যে সড়কটির টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। গোবিন্দগঞ্জ উপজেলা প্রকৌশলী মাহবুবুল হক বলেন, ‘কোচাশহর-ফাঁসিতলা সড়কে খানাখন্দের বিষয়ে শুনেছি। সাধারণ মানুষের দুর্ভোগের কথা মাথায় রেখে সড়কটি দ্রুত মেরামতের ব্যবস্থা নেওয়া হবে।’
শিরোনাম
- যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে আটক ২৯ জন
- জয়ের পরই বাবার মৃত্যুর খবর পেলেন লঙ্কান ক্রিকেটার
- বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা
- বাংলাদেশকে নিয়ে শেষ চারে শ্রীলঙ্কা
- সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ ভাতা পুনর্নির্ধারণ
- রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল, উপাচার্যের বাসভবন ঘেরাও
- নেপালকে ৪ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
- ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
- শেরপুরে পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর মহারশি নদীর পানি বিপদসীমার ওপর
- বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারের পাশে তারেক রহমান
চলাচলের অনুপযোগী সড়ক
সাইফুল মিলন, গাইবান্ধা
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর