গাজীপুরের কাশিমপুরে সোমবার রাতে মাটির ঘরের দেয়াল ধসে তমিজ উদ্দিন দেওয়ান (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তার বাড়ি গোবিন্দবাড়ী এলাকায়। তমিজ উদ্দিন দীর্ঘদিন ধরে মাটির তৈরি ঘরে একাই বসবাস করে আসছিলেন। স্ত্রী ও দুই ছেলে অন্য জায়গায় থাকেন। ওসি মনিরুজ্জামান বলেন, অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।