নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়িকা বনশ্রী মাদারীপুরের শিবচর উপজেলায় চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে মারা গেছেন। মৃত্যুর সময় পাশে ছিলেন না কোনো আপনজন।
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছয় দিন ধরে অসুস্থ ছিলেন বনশ্রী। হৃদরোগ, কিডনিসহ নানা জটিলতায় ভুগছিলেন তিনি। হাসপাতালের সূত্রে জানা গেছে, চিকিৎসার জন্য তিনি একাই হাসপাতালে আসতেন। সমাজসেবা অফিসের মাধ্যমে কিছু সাহায্য পেয়েছিলেন। তবে পরিবারের কেউ তার পাশে ছিলেন না।
বনশ্রী ১৯৯৪ সালে ‘সোহরাব রুস্তম’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্র জগতে পদার্পণ করেন। নায়ক ইলিয়াস কাঞ্চনের বিপরীতে ছবিটি ব্যবসাসফল হয় এবং সে থেকেই তিনি পরিচিতি পান। নায়ক মান্না, আমিন খান, রুবেল প্রমুখের সঙ্গে আরও বহু ছবিতে অভিনয় করেছেন।
শহুরে জীবনের উত্থান-পতনের পর তিনি ফিরে আসেন মাদারীপুরে। শেষকালে আশ্রয়ণ প্রকল্পের ছোট ঘরে জীবনযাপন করছিলেন। অভাবের কারণে কিছুদিন ভিক্ষাও করেছেন। মৃত্যুর কয়েকদিন আগে দেশের বিত্তবান ও চলচ্চিত্র অঙ্গনের কাছে সাহায্য চাইলেও তেমন সাড়া পাননি।
বনশ্রীর ভাই হাসান জানান, মামা বাড়িতে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।
বিডি প্রতিদিন/আশিক