ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অবৈধভাবে মজুত করা খাদ্যবান্ধব কর্মসূচির ১৭২ বস্তা চাল জব্দ ও দুজনকে আটক করা হয়েছে। নাসিরনগরের ইউএনও শাহীনা নাছরিন উপজেলা সদর বাজারের গৌর মন্দিরসংলগ্ন এলাকায় সোমবার রাত ১১টার দিকে অভিযান পরিচালনা করেন।
স্থানীয় সূত্র জানান, নাসিরনগরে প্রায় ১১ হাজার উপকারভোগীর জন্য চাল বরাদ্দ রয়েছে। বিতরণ শুরুর আগেই দুটি দোকান থেকে ১৭২ বস্তা চাল জব্দ করা হলো। আটকরা হলেন, নাসিরনগরের আশুরাইল গ্রামের শাহ কামাল ও জুয়েল মিয়া। খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, ‘আমাদের গুদাম থেকে নিয়মিত ডিলাররা চাল নিয়ে যাচ্ছেন। ইউএনও শাহীনা নাছরিন বলেন, ‘জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’