শেরপুরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করায় বিএডিসি ডিলারকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সদর ্উপজেলার আখেরমামুদ বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর ইউএনও আবদুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া। বেশি দামে বিক্রির প্রমাণ পেয়ে বিএডিসির ডিলার মেসার্স মীম এন্টারপ্রাইজকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। লাইসেন্স বিহীন সার বিক্রির দায়ে আরেক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।