চট্টগ্রামের আনোয়ারায় দিঘিতে যুবকের হাত-পা বাঁধা এবং মাদারীপুরে রাস্তার পাশে ব্যবসায়ীর লাশ পাওয়া গেছে। পটুয়াখালীর কুয়াকাটায় সৈকত থেকে উদ্ধার করা হয়েছে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-
চট্টগ্রাম : আনোয়ারা উপজেলার কানুমাঝির হাট এলাকায় দিঘি থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল দুপুরে স্থানীয়রা দিঘিতে মৃতদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। মৃতের আনুমানিক বয়স ৩৫ বছর। পরনে রয়েছে গেঞ্জি ও লুঙ্গি। থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, লাশের হাত-পা রশি দিয়ে বাঁধা ছিল। মৃতদেহের কিছু অংশ পানিতে, আর কিছু অংশ আটকে ছিল পাড়ে। আনোয়ারা থানার ওসি মনির হোসেন জানান, লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মাদারীপুর : জামাল মুন্সি (৫০) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার হয়েছে। রাজৈর উপজেলার কালীবাড়ি এলাকায় রাস্তার পাশে গতকাল লাশটি পাওয়া যায়। জামাল হরিদাসদী গ্রামের সৈয়দ আলী মুন্সির ছেলে। রাজৈর থানার ওসি মাসুদ খান জানান, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। কলাপাড়া : পটুয়াখালীর কুয়াকাটার অদূরে চরগঙ্গামতী সৈকত থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ গতকাল উদ্ধার করেছে পুলিশ। তার পরনে ছিল সবুজ রঙের শর্ট ও প্যান্ট। কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।