রাজশাহীর দুর্গাপুর উপজেলার তিওরকুড়ি থেকে পাঁচবাড়ী হয়ে দেলুয়াবাড়ী পর্যন্ত ৪ কিলোমিটার গ্রামীণ সড়কের কার্পেটিং এক মাসের মাথায় হাত দিয়ে টান দিলে উঠে যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, কাজের নিম্নমানের কারণে এমন অবস্থা। সড়কটি সম্প্রতি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) গ্রামীণ সড়ক প্রকল্পের আওতায় সংস্কার করা হয়েছে। খরচ হয়েছে ২ কোটি ৬৫ লাখ ৩৭ হাজার টাকা। নির্মাণকাজ বাস্তবায়ন করেছে চট্টগ্রামের ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স ইউনুস অ্যান্ড ব্রাদার্স। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হওয়ায় সেপ্টেম্বর (চলতি মাস) পর্যন্ত সময় বাড়ানো হয়। সরেজমিন দেখা গেছে, সড়কের পিচ কার্পেটিং ঠিকমতো জমাট হয়নি। স্থানীয়রা অভিযোগ করেন, মাটি লেভেল করা হয়নি। ইটখোয়া, বালু বা কুচি পাথর ঠিকভাবে বসানো হয়নি। সরাসরি পিচ ঢালাই করা হয়েছে। ফলে ছোটখাটো যানবাহনের চাপেই সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্থানীয় মাসুদ রানা বলেন, ‘পা দিয়ে চাপ দিলেই কার্পেটিং উঠে যাচ্ছে। নতুন সড়কে এমন হওয়ার কথা না। আমরা কাজ চলাকালে প্রতিবাদ করেছি, কাজ হয়নি।’ ইয়াসিন আলী বলেন, ‘পরিমাণমতো উপকরণ ব্যবহার না হওয়ায় সড়কের পিচ উঠে যাচ্ছে। ট্রাক চললে সড়ক পুরোপুরি নষ্ট হবে। ভারী বৃষ্টিতেও পিচ থাকবে না।’ দেলুয়াবাড়ী এলাকার বাসিন্দা আবু বাক্কার বলেন, ‘৩ কোটি টাকার সড়ক মাস না ঘুরতেই বেহাল।’ তিওরকুড়ি এলাকার বাসিন্দা আনজুয়ারা বেগম বলেন, ‘পিচ ঢালাইয়ের আগে মাটি ঠিকমতো রোলিং করা হয়নি। ধুলাবালির ওপরই ঢালাই করা হয়েছে।’ দুর্গাপুর এলজিইডির উপজেলা প্রকৌশলী মাসুক-ই মোহাম্মদ দাবি করেছেন, সড়কটি ঠিকঠাক নির্মাণ করা হয়েছে। কাজ খারাপ হয়েছে বলে যে অভিযোগ উঠেছে তা সঠিক নয়। এলজিইডির নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম বলেন, ‘সড়কের পিচ কার্পেটিং উঠে যাচ্ছে এমন অভিযোগ আমাদের কাছে এসেছে। উপজেলা প্রকৌশলীকে সরেজমিন পরিদর্শন করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। নির্মাণে ত্রুটি ধরা পড়লে ঠিকাদারকে পুনর্নির্মাণের নির্দেশ দেওয়া হবে।’
শিরোনাম
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
মাস ঘুরতেই বেহাল ৩ কোটি টাকার সড়ক
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর