দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ফরিদপুর পৌরসভার অধিকাংশ সড়ক চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সড়কগুলোতে খানাখন্দ ও গর্ত তৈরি হয়েছে। অল্প বৃষ্টিতেই সড়কে জমে যাচ্ছে পানি। ভাঙাচোরা সড়কের গর্তে পড়ে উল্টে যাচ্ছে রিকশা, ইজিবাইক। ঘটছে দুর্ঘটনা। ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এখানকার প্রায় ৬ লাখ মানুষকে। পৌরসভা সূত্রে জানা গেছে, ৬৬ দশমিক ৪৩ বর্গ কিলোমিটার আয়তনের প্রথম শ্রেণির এ পৌরসভার ২৭টি ওয়ার্ডে ৪৪৫ কিলোমিটার পাকা সড়ক রয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বেশির ভাগ সড়কের পাথর, খোয়া, বিটুমিন উঠে গেছে। তাছাড়া সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে ছোট বড় গর্তের। এ পৌরসভায় ২৮টি গুরুত্বপূর্ণ সড়কের ১৬টির অবস্থা একেবারেই বেহাল। বিকল্প ব্যবস্থা না থাকায় পৌরবাসী ভাঙাচোরা খানাখন্দ ও গর্তেভরা এসব সড়ক দিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছে। অল্প বৃষ্টিতেই পশ্চিম খাবাসপুর মাওলানা আবদুল আলী সড়ক ডুবে যায়। একই অবস্থা পূর্বখাবাসপুর মহল্লার শান্তিবাগের আবদুল জলিল মাস্টার সড়ক, খোদাবক্স রোড, দক্ষিণ ঝিলটুলী, কমলাপুর, বায়তুল আমান, আলিয়াবাদ, অম্বিকাপুরসহ একাধিক ওয়ার্ডের নিচু এলাকার। সবচেয়ে বেশি খারাপ সড়কগুলোর মধ্যে রয়েছে কমলাপুর তেঁতুলতলা, বটতলা হয়ে সাবেক চেয়ারম্যান চাঁদেরবাড়ি পর্যন্ত, ২২ নম্বর ওয়ার্ডের কমলাপুর ময়েজউদ্দিন স্কুল থেকে ঠাকুরবাড়ি পর্যন্ত, আলীপুর কবি জসীমউদ্দিন স্কুল হতে সদর হাসপাতাল পর্যন্ত, ৯ নম্বর ওয়ার্ডের মহাবিদ্যালয় সড়ক, মাইক্রো স্ট্যান্ড হতে রঘুনন্দনপুর মুসলিম মিশন পর্যন্ত, পূর্ব গঙ্গাবর্দী বেইলি ব্রিজ হতে পশ্চিম গঙ্গাবর্দী প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত, পূর্ব গঙ্গাবর্দী ব্র্যাক স্কুল সংলগ্ন সড়ক, বৈশাখী সড়কের শুরু থেকে মোল্লাবাড়ি সড়ক, চরকমলাপুর ব্রিজ হতে বিল মাহমুদপুর স্কুল পর্যন্ত, ৪ নম্বর ওয়ার্ডের তেঁতুলতলা হতে হাক্কানি মাদরাসা পর্যন্ত, ৬ নম্বর ওয়ার্ডের কবিরপুর শুকুর মিয়ার ময়দার মিল সড়ক, নিলটুলী বিদ্যুৎ অফিসের সামনে থেকে ডায়াবেটিক হাসপাতাল হয়ে চকবাজার জামে মসজিদ পর্যন্ত, পূর্ব খাবাসপুর লঞ্চঘাট হতে তালতলামাঠ পর্যন্ত, মুচিবাড়ি সড়ক, গোয়ালচামট ১ নম্বর সড়ক, টেপাখোলা গরুর হাট হতে স্টেশন রোড পর্যন্ত, টিবি হাসপাতালের মোড় হতে ভাজনডাঙ্গা কবরস্থান পর্যন্ত, টিচার্স ট্রেনিং কলেজ হতে মোতালেব মোল্লার বাড়ি পর্যন্ত, কী পাইলাম মোড় হতে বৈরাগী স্কুল সড়ক, আলীপুর গোরস্থান হতে কবি জসীমউদ্দীনের বাড়ি, চুনাঘাটা ব্রিজ হতে কবি জসীমউদ্দীনের বাড়ি, লালের মোড় হতে রাজেন্দ্র কলেজের অনার্স শাখা পর্যন্ত সড়ক। কমলাপুর মহল্লার আরিফুজ্জামান জানান, তেঁতুলতলা হতে বটতলা সড়ক দিয়ে হেঁটে চলাই দায় হয়ে পড়েছে। এ সড়ক দিয়ে রিকশা, ইজিবাইক যেতে চায় না। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে এমন অবস্থা থাকলেও দেখার যেন কেউ নেই। অম্বিকাপুরের ব্যবসায়ী হারুন অর রশিদ বলেন, গোরস্থান থেকে খেয়াঘাট পর্যন্ত সড়ক দিয়ে চলাচল কষ্টকর হয়ে পড়েছে। এ এলাকার মানুষ বিকল্প পথ হিসেবে কয়েক কিলোমিটার ঘুরে বাজারে যাতায়াত করছে। পূর্ব খাবাসপুর মহল্লার শাহজাহান বলেন, বৃষ্টি হলেই শান্তিবাগের সড়ক ডুবে যায়। পানি মাড়িয়েই আমাদের চলতে হয়। গোয়ালচামট ১ নম্বর সড়কের বাসিন্দা জাহাঙ্গীর মিয়া বলেন, এ সড়ক যেন মৃত্যু ফাঁদ। দিনের পর দিন বেহাল দশায় থাকলেও কোনো নজর নেই কর্তৃপক্ষের। আমরা পৌরকর দিয়ে থাকি, কিন্তু সেবা পাই না, এ কথা কাকে বলব? ফরিদপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. শামসুল আলম জানান, কয়েকটি সড়কের টেন্ডার হয়েছে, দ্রুতই কাজ শুরু হবে। বাকি সড়কগুলোর প্রকল্প আমরা জমা দিয়েছি। অনুমোদন পেলে কাজ শুরু করা হবে।
শিরোনাম
- জাফলংয়ে পানিতে ডুবে পর্যটক নিখোঁজ
- রেকর্ড জয়ে এশিয়া কাপ শুরু ভারতের
- আবারও ইয়েমেনে হামলা চালিয়েছে ইসরায়েল, অনেকে হতাহত
- জেন-জি আন্দোলন : নেপালে নিহত বেড়ে ৩০
- রপ্তানিকারকদের শুল্কমুক্ত কাঁচামাল আমদানির সুযোগ দেবে এনবিআর
- যুক্তরাজ্যে সফররত ইসরায়েলি প্রেসিডেন্টকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
- বিএনপির বিরুদ্ধে দেশে-বিদেশে ষড়যন্ত্র হচ্ছে : মির্জা আব্বাস
- সাফারি পার্কে পেছন থেকে সিংহের আক্রমণ, পরিচর্যাকারী নিহত
- জাতিসংঘ পরিদর্শকদের পরমাণু স্থাপনায় প্রবেশ প্রত্যাখ্যান ইরানের
- অস্থিরতার সুযোগে নেপালে জেল থেকে পালিয়েছে ১৩৫৭২ বন্দি
- বিসিএস পরীক্ষার নিরাপত্তায় ১২০ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ
- অবৈধ অভিবাসন রোধে ইইউ’র সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা
- নেপালে আটকে পড়া বাংলাদেশিরা নিরাপদে আছেন : পররাষ্ট্র উপদেষ্টা
- রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক বৃহস্পতিবার
- রুশ ড্রোনের অনুপ্রবেশ, ন্যাটোর অনুচ্ছেদ ৪ প্রয়োগের আহ্বান পোল্যান্ডের
- ১২০ টাকায় পুলিশে চাকরি পেয়ে উচ্ছ্বসিত তরুণরা
- সিরাজগঞ্জে জাল টাকাসহ কারবারি আটক
- বগুড়ায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ৭ দফা বাস্তবায়নে মতবিনিময়
- ৩৩ বছর পর বহুল প্রতীক্ষিত জাকসু নির্বাচন বৃহস্পতিবার
- চালু হলো নেপালের ত্রিভূবন বিমানবন্দর
ফরিদপুর পৌরসভার সড়কের বেহাল দশা
চলাচলে অযোগ্য অধিকাংশ সড়ক
► বিভিন্ন স্থানে খানাখন্দ গর্ত, অল্প বৃষ্টিতে জমে যায় পানি, ঘটে দুর্ঘটনা, ভোগান্তিতে লাখো মানুষ ► ‘হেঁটে চলাই দায়, রিকশা ইজিবাইক যেতে চায় না’
কামরুজ্জামান সোহেল, ফরিদপুর
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর