ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ‘শক্তিশালী’ হামলার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দীর্ঘ বৈঠকের পর সেনাবাহিনীকে এ নির্দেশ দেন তিনি। নেতানিয়াহুর দপ্তর এক বিবৃতিতে জানায়, সশস্ত্র সংগঠন হামাস যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করায় গাজায় তাৎক্ষণিক পাল্টা আক্রমণের নির্দেশ দেওয়া হয়েছে।
ইসরায়েল দাবি করেছে, হামাস জিম্মিদের মরদেহ ফেরত দিতে বিলম্ব করছে, যা যুদ্ধবিরতি লঙ্ঘনের শামিল। তবে হামাসের অভিযোগ, মরদেহ উদ্ধারে বাধা দিচ্ছে দখলদার বাহিনীই।
এর আগে গাজার রাফা এলাকায় প্রবল গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শোনা যায়। সীমান্তবর্তী এই অঞ্চলে ইসরায়েলি সেনা ও ফিলিস্তিনি যোদ্ধাদের মধ্যে সংঘর্ষের খবর নিশ্চিত করেছে আলজাজিরা।
নতুন করে গোলাগুলির পর আতঙ্কে গাজার সাধারণ মানুষ। তাদের আশঙ্কা—যুদ্ধবিরতি যে কোনো সময় ভেঙে যেতে পারে এবং আবারও শুরু হতে পারে বিমান হামলা ও বোমাবর্ষণ।
গতকাল সোমবার হামাস একটি কফিনে এক ইসরায়েলি জিম্মির দেহাংশ ফেরত দেয়। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় ইসরায়েল। তাদের দাবি, হামাস এভাবে যুদ্ধবিরতির চুক্তি ভঙ্গ করেছে।
এমন পরিস্থিতিতে মঙ্গলবার জরুরি বৈঠক শেষে গাজায় নতুন হামলার নির্দেশ দেন নেতানিয়াহু।
সূত্র: টাইমস অব ইসরায়েল, আলজাজিরা
বিডি প্রতিদিন/আশিক