কুমিল্লার বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজের ছাত্র তুহিন হত্যার প্রতিবাদে অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী ও শিক্ষার্থীরা।
মঙ্গলবার বুড়িচং উপজেলা সদরে এ কর্মসূচি পালন করা হয়। পরে উপজেলা প্রশাসনের কাছে একটি স্মারকলিপিও দেওয়া হয়।
তুহিন উপজেলার বাহেরচর গ্রামের মোসলেহ উদ্দিনের ছেলে।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ২০ অক্টোবর রাতে তুহিনকে ধরে নিয়ে গোবিন্দপুর গ্রামের একটি ভবনে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে ঢাকার একটি হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় সোমবার তার মৃত্যু হয়।
মানববন্ধনে বক্তব্য দেন এরশাদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন, অধ্যাপক মো. কামরুল হাসান নাসিম, সহকারী অধ্যাপক সুমন মিত্র, এনামুল হক, আবুল হাশেম, তুহিনের ফুপু মিলন বেগম ও চাচা জাকির হোসেন। এছাড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইকবাল হোসেন ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক হৃদয় হাসান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা জামিলুর রহমান তানিম, সাব্বির আহমেদ, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মহিবুর রহমান, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. খোকন ভূঁইয়া, যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান মাসুম, শেফাউল করিম মেম্বার, নুরুল ইসলাম, ফারুক আহমেদ ও আলমগীর হোসেন প্রমুখ ।
এর আগে, ২০ অক্টোবর তুহিনের মা ফেরদৌসী আক্তার চারজনের বিরুদ্ধে বুড়িচং থানায় অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলেন সাইফুল ইসলাম বাবু, নাফিজ উদ্দিন, জহির মিয়া ও আবদুল আলিম।
বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন বিক্ষোভকারীদের আশ্বাস দিয়ে বলেন, এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের জন্য বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।
বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক বলেন, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে মামলাটি গ্রহণ করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বিডি-প্রতিদিন/সুজন