রাজধানীর খিলগাঁও পূর্ব গোড়ান এলাকায় সম্রাট সানি (২৫) নামে এক যুবককে কুপিয়ে আহত করে এক লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে।
আহত অবস্থায় সানিকে উদ্ধার করে প্রথমে স্থানীয় মুগদা হাসপাতাল পরে সেখান থেকে উন্নত চিকিৎসার রাত সাড়ে আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত সম্রাট শরিয়াতপুর ডামুড্যা থানার ধুপখোলা গ্রামের আবু বক্কার সিদ্দিকের ছেলে। বর্তমানে খিলগাঁও পূর্ব গোড়ান আর্দশ স্কুল গলি এলাকায় পরিবারের সঙ্গে থাকেন।
ঢামেক হাসপাতালে নিয়ে আসা এলাকার বড় ভাই রিফাতুল ইসলাম জানান, পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় বকাটে মাদক বিক্রেতা প্রথমে সম্রাটের কাছে ফোন করতে মোবাইল চায়। না দেওয়ায় নুহু, সাইদিসহ ৪/৫ জন তাকে আহত করে এবং তার কাছে থাকা এক লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়।
আহতের ভাই রবিউল ইসলাম জানিয়েছেন, তালতলা বাজার এলাকায় থেকে এক লাখ টাকা দিয়ে বাসায় নিয়ে যেতে বলা হয়। পথিমধ্যে বাসার পাশেই পূর্ব গোড়ান আর্দশ স্কুল গলি এলাকায় আহত করে টাকা গুলো নিয়ে যায় বলে অভিযোগ স্বজনদের।
তিনি আরো বলেন, বিভিন্ন সময় মাদক বিক্রয়ে বাধা দিতো সম্রাট।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আহত যুবক জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
বিডি প্রতিদিন/নাজিম