কক্সবাজারে পুলিশ ও বিজিবির পৃথক অভিযানে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। আটক হয়েছেন দুই কারবারি। গতকাল ১ লাখ ৩০ হাজার ইয়াবাসহ আবু তাহের নামে এক ব্যক্তিকে আটক করেছে রামু পুলিশ। রামুর মধ্যম ঘোনারপাড়া পাঞ্জেগানা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানার ওসি আরিফ হোসাইন। এদিকে কক্সবাজার ব্যাটালিয়ন-৩৪ বিজিবি ২০ হাজার ইয়াবাসহ আটক করে আরাফাত হোসেনকে (২৪)।