নারায়ণগঞ্জ বন্দর থানার মাদক মামলায় মনির হোসেন (৫০) নামে এক যুবকের যাবজ্জীবন করাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। গতকাল বিকালে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালত এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন। মনির হোসেন বন্দরের হরিপুর এলাকার আবদুল করিম মাতব্বরের ছেলে।
কোট পুলিশের পরিদর্শক কাইউম খান বলেন, বন্দর থানার একটি মাদক মামলায় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
মামলার নথি সূত্রে জানা যায়, ২০১০ সালের মার্চে মনির হোসেনের বাড়ি থেকে প্রায় ৬ লাখ টাকার মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ ঘটনায় বন্দর থানায় একটি মামলা হয়। সেই মামলার বিচার কার্যক্রম শেষে আদালত এ রায় ঘোষণা করেছেন।