নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য ইউসুফ মোল্লা স্বপনকে বৈষম্যবিরোধী আন্দোলন মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারী বাগমারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার স্বপন সিদ্ধিরগঞ্জের বাগমারা এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাসহ ১০টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মমিনুর রহমান বাবু জানান, আওয়ামী লীগের সঙ্গে যুক্ত থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহিনূর আলম বলেন, ‘স্বপনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের চার মামলার পাশাপাশি মাদকের ছয়টি মামলা রয়েছে।