ফতুল্লায় পাম্প দিয়ে বাসার পেছনের পানি সেচতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন মা ও মেয়ে। গতকাল রাতে ফতুল্লার শিহাচর বড় বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-ওই এলাকার আমির আলীর স্ত্রী রোকসানা (৫৫) ও তার মেয়ে লামিয়া (২২)। স্থানীয়রা জানান, রাতে পাম্প নিয়ে বাড়ির পেছনে জমে থাকা বৃষ্টির পানি সেচতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন রোকসানা। এ সময় তাকে বাঁচাতে গিয়ে মেয়ে লামিয়াও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে খানপুর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, মর্মান্তিক দুর্ঘটনাটি শুনেছি। এখনো পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।
অপরদিকে চুয়াডাঙ্গার দামুড়হুদায় বাড়ির ছাদ থেকে পড়ে গিয়ে বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে আলিফ হোসেন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সকালে উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের সুবলপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আলিফ ওই গ্রামের আবদুল মোমিনের ছেলে।
স্থানীয়রা জানান, প্রতিবেশীর বাড়ির ছাদে কয়েকজন শিশুর সঙ্গে খেলা করছিল আলিফ। হঠাৎ পড়ে গিয়ে বৈদ্যুতিক তারে ঝুলে থাকে সে। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।