বাগেরহাটের রামপালে পুলিশের পোশাক পরে ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় ডাকাত দলের প্রধানসহ দুজনকে আটক করা হয়েছে। শুক্রবার সকালে মোল্লাহাট এলাকা থেকে তাদের আটক করে পুলিশ। আটকরা হলেন ডাকাত দলের প্রধান ও নরসিংদীর মাধবদী উপজেলার তারা মিয়ার ছেলে মো. রিয়াজ (৩০) এবং গাজীপুর সদর উপজেলার সাইদুল হোসেনের ছেলে আল আমিন (৪০)।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, রামপালের গৌরম্ভা ইউনিয়নের চিত্রা গ্রামের আসাদের বাড়িতে বৃহস্পতিবার মধ্যরাতে পুলিশের পোশাক পরে সংঘবদ্ধ একটি দল ডাকাতি করে। ওই বাড়ি থেকে তারা নগদ ৫ লাখ টাকা ও বেশ কয়েক ভরি স্বর্ণালংকার ডাকাতি করে পালিয়ে যায়। পরদিন ডাকাত দলের প্রধানসহ দুজনকে আটক করে পুলিশ।