নাটোরে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। রবিবার বেলা ১১টায় নাটোরের সিংড়া পৌরসভার কাঁটাপুকুরিয়া মহল্লার একটি ভাড়া বাড়ি থেকে ওই যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে পুলিশ।
নিহত যুবকের নাম রিপন চন্দ্র মোদক (২৩)। সে রংপুর পীরগাছা থানার দেউতি গ্রামের সুবল চন্দ্র মোদক এর ছেলে। প্রায় দুই মাস ধরে সিংড়া উপজেলায় কর্মরত ছিলেন।
নিহত যুবকের পিতা সুবল চন্দ্র মোদক বলেন, ছেলের আত্মহত্যার কারণ পরিবারের সবার অজানা। এভাবে চিঠি লিখে ছেলে পরপারে চলে যাবে কখনো ভাবতেই পারেননি।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে আত্মহত্যার সঠিক কারণ জানা যায়নি।
বিডি প্রতিদিন/এএম