বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান আরও একবার যুক্ত হলেন নতুন একটি ফ্র্যাঞ্চাইজি লিগে। দেশের হয়ে প্রায় এক বছর ধরে না খেললেও আন্তর্জাতিক ক্রিকেটে তার সরব উপস্থিতি এখনো অব্যাহত। এবার তাকে দেখা যাবে কানাডার নতুন টি-টেন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ‘কানাডা সুপার সিক্সটি’-তে। এই লিগে তিনি প্রতিনিধিত্ব করবেন মন্ট্রিয়ল টাইগার্স দলের হয়ে।
আগামী ৮ অক্টোবর ভ্যাঙ্কুভারের বিখ্যাত বিসি প্লেস স্টেডিয়ামে শুরু হচ্ছে এই বহুল প্রতীক্ষিত টুর্নামেন্ট, চলবে ১৩ অক্টোবর পর্যন্ত। ৬ দলের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে- ব্র্যাম্পটন ব্লিটজ, মিসিসাগা মাস্টার্স, মন্ট্রিয়ল টাইগার্স, ভ্যাঙ্কুভার কিংস, টরন্টো সিক্সার্স এবং হোয়াইটওয়ার্ক।
সাকিব ছাড়াও এই টুর্নামেন্টে খেলবেন বেশ কয়েকজন আন্তর্জাতিক তারকা ক্রিকেটার- কুইন্টন ডি কক, মার্টিন গাপটিল, মঈন আলী এবং ডেভিড মালান। এছাড়া, এই লিগে অংশ নিচ্ছেন কানাডার স্থানীয় ক্রিকেটাররাও, যারা আন্তর্জাতিক তারকাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে খেলার বিরল সুযোগ পাবেন।
মন্ট্রিয়ল টাইগার্স দলে সাকিবের সতীর্থ হিসেবে থাকছেন জশ ব্রাউন, নিক হবসন, ইসুরু উদানা, টম মুরস এবং অ্যান্ড্রু টাইয়ের মতো পরিচিত মুখ। এর আগে গ্লোবাল টি-টোয়েন্টি কানাডা লিগেও এই দলটির হয়ে মাঠে নেমেছিলেন সাকিব।
বিডি প্রতিদিন/মুসা