কিশোরগঞ্জে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে ইমরানুল হক হিমেল (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। সদর উপজেলার বৌলাই এলাকায় গতকাল দুপুরে ঘটনাটি ঘটে। নিহত ইমরানুল হক হিমেল বৌলাই মূলসতাল গ্রামের হাবিবুর রহমানের ছেলে। সদর মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেন। স্থানীয় সূত্র জানায়, জেলা যুবদলের সহ তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আলী আব্বাস রাজন এবং সদর উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক এমদাদ হোসেনের সমর্থকদের মধ্যে মাদক ব্যবসা ও চাঁদাবাজি নিয়ন্ত্রণ নিয়ে বৃহস্পতিবার বাকবিতণ্ডা হয়। এর জেরে শুক্রবার দুপুরে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। রাজনের খালাতো ভাই ইমরানুল হক হিমেল এবং এমদাদ গ্রুপের লিয়াকত গুরুতর আহত হন। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে হিমেল মারা যান।
তার মৃত্যুর খবর এলাকায় পৌঁছলে প্রতিপক্ষের বাড়িঘরে হামলা ও লুটপাট করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।