মাদারীপুরের কালকিনিতে ৭০ দিনেও খোঁজ মেলেনি মাদরাসা শিক্ষার্থী নাছিমার (৮)। যেকোনো মূল্যে সন্তান ফিরে পাওয়ার দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার। কালকিনি রিপোর্টার্স ইউনিটি কার্যালয় গতকাল সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। এ সময় কান্নায় ভেঙে পড়েন স্বজনরা।
পরিবার সূত্রে জানা যায়, কালকিনি পৌর এলাকার কাশিমপুরের নাসির মৃধার মাদরাসা পড়ুয়া মেয়ে নাছিমা ১৪ জুন রাতে পাশের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যায়। সেখান থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয় সে। এরপর অনেক খুঁজেও তাকে পাওয়া যায়নি। নিরুপায় হয়ে নাছিমার নানি কালকিনি থানায় জিডি করেন। পুলিশ কয়েকদিন নাছিমাকে উদ্ধারে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ব্যর্থ হয়। সংবাদ সম্মেলনে শিশুটির নানা হারুন ব্যাপারী বলেন, আমার নাতি ৭০ দিন ধরে নিখোঁজ। প্রশাসন তার কোনো সন্ধান দিতে পারল না। নানি আইমুন নেছা বলেন, প্রশাসনের কাছে আমাগো দাবি নাছিমাকে খুঁজে বের করে দেন। আমাদের পরিবারে ঘুম ও খাওয়া-দাওয়া সব বন্ধ হয়ে গেছে নাছিমাকে না পেয়ে। কালকিনি থানার ওসি সোহেল রানা জানান, নাছিমাকে উদ্ধারে পুলিশের জোর প্রচেষ্টা চলছে।