সাড়ে পাঁচ মাস বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পিঁয়াজ আমদানি শুরু হয়েছে। মেসার্স জগদীশ চন্দ্র রায় নামের আমদানিকারক প্রতিষ্ঠান এ পিঁয়াজ আমদানি করে। গতকাল বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ৫৯ টন পিঁয়াজ আমদানি করা হয়েছে। আমদানি শুরু হওয়ায় দেশের বাজারে দাম কমবে ধারণা আমদানিকারকদের। তারা বলছেন, অনুমতি দেওয়ায় পিঁয়াজ আমদানি শুরু হয়েছে। ৩০ টন করে আমদানির অনুমতি দেওয়ায় এলসি করাসহ অন্য খরচ বাড়তি লাগছে, এতে আমদানি খরচ বাড়বে। হিলি স্থলবন্দরের উপসহকারী উদ্ভিদ সঙ্গনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী বলেন, দেশের বাজারে পিঁয়াজের দাম নিয়ন্ত্রণে সরকার আমদানির অনুমতি দিয়েছে। গতকাল স্থলবন্দরের পাঁচ আমদানিকারক ৩০ টন করে পিঁয়াজ আমদানির অনুমতি পান।