জুয়ার আসর থেকে এক নেতাকে গ্রেপ্তারের পর দলের আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত অভিযোগে বিএনপির তিনজনকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এ নোটিসের জবাব দিতে বলা হয়েছে আগামী ২৪ ঘণ্টার মধ্যে। নোটিসপ্রাপ্তরা হলেন আটকের পর ছাড়া পাওয়া সদর উপজেলা বিএনপি সভাপতি আজগর আলী, জেলা বিএনপির সাবেক যুগ্মসম্পাদক দেওয়ান শফিকুল ইসলাম ও মির্জাপুর উপজেলা বিএনপির সদস্য হাসান উদ্দিন লিটন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন। আজগর আলী গতকাল টাঙ্গাইল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে দাবি করেছেন তাঁকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে।
তিনি ষড়যন্ত্রকারীদের বিচার দাবি করেন।
টাঙ্গাইল শহরের শতাব্দী ক্লাবসহ আশপাশ এলাকায় জুয়া খেলা ও মাদক সেবনের অভিযোগে মঙ্গলবার রাতে অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় গ্রেপ্তার হন সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলীসহ ৩৪ জন। পরদিন দুপুরে তাঁদের আদালতে তোলা হলে প্রত্যেককে ২০০ টাকা বন্ডে বিচারক জামিন মঞ্জুর করেন। জামিনে বেরিয়েই আজগর আলী খোলা জিপে শহরে মহড়া দেন। এ নিয়ে সুশীল সমাজ ও সাধারণ মানুষের মধ্যে সৃষ্টি হয় ব্যাপক আলোচনা-সমালোচনা।