কক্সবাজারের চকরিয়ায় এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার আজমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ সুহায়েত (৪০) চকরিয়ার মগনামা পাড়ার নুরুল আজিজের ছেলে। তার বিরুদ্ধে থানায় চারটি হত্যা মামলা রয়েছে জানিয়েছেন ওসি। কারা, কী কারণে হত্যার ঘটনা ঘটিয়েছে পুলিশ নিশ্চিত করতে পারেনি। স্থাানীয়দের বরাতে ওসি শফিকুল ইসলাম জানান, শুক্রবার মধ্যরাতে বদরখালী বাজার থেকে কয়েকজনের সঙ্গে হেঁটে বাড়ি ফিরছিলেন সুহায়েত। পথে আজমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পেছন থেকে ইজিবাইক আরোহী চার-পাঁচজন তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে। সুহায়েত মাথায় গুলিবিদ্ধ হয়ে রাস্তায় লুটিয়ে পড়ে ঘটনাস্থালেই মারা যান। সঙ্গের লোকজন ধাওয়া দিলে দুর্বৃত্তরা গুলি ছুড়ে পালিয়ে যায়।