কক্সবাজারে গতকাল ১ লাখ ৩৮ হাজার ইয়াবাসহ তিন কারবারিকে আটক করা হয়েছে। তারা হলেন- সাবেকুন নাহার (৪০), আমিনা আক্তার (৩০) ও সুমাইয়া আক্তার (২১)। গতকাল দুপুর দেড়টায় কক্সবাজার টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টের একটি বিশেষ টহলদল গোয়ালিয়া নামক স্থান থেকে তাদের আটক করে। তাদের শরীরে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ১ লাখ ১৪ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। বিজিবি রামু ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ এ তথ্য জানান। গ্রেপ্তাররা টেকনাফ উপজেলার হ্নীলার বাসিন্দা। এদিকে বুধবার রাতে ২৪ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ নুরুল আবছার (২৫) নামে এক কারবারিকে আটক করে। গ্রেপ্তারদের উদ্ধার করা মালামালসহ রামু থানায় হস্তান্তর করা হয়েছে।